যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্ক চলছে। স্থানীয় সময় রোববার সন্ধ্্যায় ওয়াশিংটনের সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।
দুই প্রার্থী রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন মঞ্চে ওঠার পর কোনও করমর্দন করেন নি।
দর্শকের প্রশ্নের উত্তর ভিত্তিক এই বিতর্কের শুরুতেই উঠে আসে ট্রাম্পের যৌনতা ও নারীর প্রতি অবমাননার বিষয়গুলো।
এরপর একে একে উঠে আসতে থাকে বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি হিলারি কি করে মেনে নিয়েছিলেন? হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি, ডনাল্ড ট্রাম্পের ট্যাক্স ফাঁকিসহ নানা প্রসঙ্গ।
২০০৫ সালের একটি রেকর্ডে ডনাল্ড ট্রাম্প নারীকে যৌন নির্যাতন নিয়ে যে কথা বলেছেন সে প্রসঙ্গে বিতর্কে বলেন, ‘এই আচরনের জন্য তিনি গর্বিত নন’। তবে বলেছেন ওই পরিবারের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, আমেরিকার জনগণের কাছেও ক্ষমা চেয়েছেন। ‘লকার রুমের সেই কথপোকথনের পরেও’ ট্রাম্প বলেন, নারীদের প্রতি আমার মহান সম্মানবোধ রয়েছে। আর ওই রেকর্ড প্রকাশিত হওয়ায় তিনি বিব্রত বলেও উল্লেখ করেন।
উত্তরে হিলারি ক্লিনটন বলেন, নারীর প্রতি ডনাল্ড ট্রাম্পের সম্মানবোধ কতটুকু তা ওই রেকর্ড যিনি শুনেছেন তিনিই বলতে পারবেন।
এ পর্যায় নিজের পক্ষে সাফাই গাইতে ডনাল্ড ট্রাম্প তুলে আনেন হিলারি ক্লিনটনের স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কথা। তিনি বলেন, মি. ক্লিনটনের নারীঘটিত কেলেঙ্কারির ইতিহাস রয়েছে, তা আমার চেয়েও অনেক বেশি খারাপ কিছু।
বাংলাদেশ সময় ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এমএমকে